রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন আগামীকাল শুক্রবার

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন আগামীকাল শুক্রবার

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস॥ উৎসব মুখর পরিবেশে যশোরের রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন আগামীকাল শুক্রবার । রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। জানাযায়, রাজগঞ্জ প্রেসক্লাবের এ নির্বাচনে ১১ পদের মধ্যে ৫টি পদে প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। এর মধ্যে সভাপতি পদে রবিউল ইসলাম রবি, মাষ্টার আনিচুর রহমান, সহ-সভাপতি পদে এরশাদ আলী, নিরঞ্জন চক্রবর্তী, সম্পাদক পদে জসিম উদ্দিন, জি এম ফারুখ হুসাইন, যুগ্ম-সম্পাদক পদে হেলাল উদ্দিন, জি এম ইসহাক ও প্রচার সম্পাদক পদে উত্তম চক্রবর্তী, অমারেশ বিশ্বাস। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন- অর্থ সম্পাদক মফিজুর রহমান, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, সাংস্কৃতিক/আই সিটি সম্পাদক নজরুল ইসলাম, নিবার্হী সদস্য রুহুল কুদ্দুস, সেলিম রেজা, জিয়াউর রহমান। রাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক কফিল উদ্দিন আহম্মেদ, সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন, রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও এডভোকেট আব্দুল্লাহ আল মাসুদ মুকুল। এ নির্বাচনে রবি প্যনেলে ৫জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন । আর মাষ্টার আনিচুর রহমানের প্যানেলে ১জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest