মণিরামপুরে জেলা কৃষকলীগ নেতা শফি কামাল হত্যা কান্ডের ৬ বছর পূর্তিতে দোয়া ও স্মরণসভা

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ যশোর জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও মণিরামপুর উপজেলা সভাপতি শফি কামাল হত্যা কান্ডের ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহষ্পতিবার উপজেলার গরীবপুর-চাঁদপুর দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা কৃষকলীগের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বর্ষিয়ান নেতা মাষ্টার আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও মরহুমের কনিষ্ঠ পুত্র প্রভাষক মামুনুর রশিদ জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, অ্যাড. সুব্রত ব্যানার্জি, দেলোয়ার হোসেন দেলো, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শামছুর রহমান, যুগ্ম আহবায়ক জিন্নাহ, সাবেক সভাপতি আব্দুল মোমিন, আওয়ামীলীগনেতা গোকুল চন্দ্র, মরহুমের জৈষ্ঠ্য পুত্র সাংবাদিক হারুন-অর-রশিদ সেলিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক জামাল হোসেন, ইউনিয়ন যুবলীগনেতা শফিয়ার রহমান, ইউছুপ আলী, কৃষ্ণ, আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাদিউজ্জামান হাদি সহ আ’লীগ ও তার সহযোগী/অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসি। উল্লেখ্য গত ১০ জাতীয় সংসদ নির্বাচনের ২০১৩ সালের ২৬ ডিসেম্বর দুপুর ২টার সময় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ খান টিপু সুলতানের নৌকা প্রতীকের পোষ্টার লাগাতে গিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের চিহ্নিত সন্ত্রাসী চক্রের হাতে প্রকাশ্যে দিবালোকে খুন হন জেলা কৃষকলীগ নেতা শহীদ শফি কামাল। অপরদিকে নিহতের পরিবার ও এলাকাবাসির পক্ষ থেকে স্থানীয় ইউপি’র বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest