ঢাকা ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : হয় মাদক থাকবে নতুবা আমি থাকবো। যেকোন ভাবেই দিনাজপুরকে মাদকমুক্ত করে ছাড়ব। আর এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। মাদককারীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। প্রয়েজনে তাদেন বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। মাদককারীদের সাথে কোন আপস নেই। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে খানসামা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে উপলক্ষে মাদকমুক্ত দিনাজপুর গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম এসব কথা বলেন। তিনি আরো বলেন, জনসাধারনকে হয়রানীকারী পোশাকধারী কোন পুলিশ সদস্যকেও ছাড় দেওয়া হবে না। মা-বোন নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার চুরি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়াও ডলার ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে। দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। খানসামা থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহম্মেদ শাহ্, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ্ ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, ভাবকি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, খানসামা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মোকছেদুল গণি রাব্বু শাহ প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST