ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার সকাল আনুমানিক সোয়া ৮ টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ওই গুদামের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও ডিইপিজেডের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে সিঙ্গার ইলেকট্রনিকসের একটি গুদামের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের তীব্রতা অনেক বেশি হওয়াই আগুন নিভাতে হিমশিম খাচ্ছে অগ্নিনির্বাপক দল।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST