নওগাঁয় টমেটো বোঝাই ট্রাক থেকে ১১৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

ওমর ফারুক, রাজশাহী: নওগাঁর মহাদেবপুরে টমেটো বোঝাই ট্রাক থেকে ১১৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলো, পঞ্চগড় জেলা বোদা থানার নন্দপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আইয়ুব আলী (২৪), বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চামটা নতুন বাজার এলাকার নুরে আলম ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম ওরফে রনি (৩০) ও ভোলা জেলা সদরের উত্তর দিঘলদী গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (৩৪)। র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন হাটচকগৌরি বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি টমেটো বোঝাই মিনি ট্রাক থেকে ১১৬৮ বোতল ফেন্সিডিল ও ১১৮ ক্যারেট টমেটো ২৩৬০ কেজিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest