ঢাকা ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধে আজ রোববার (০৮ আগস্ট) বন্ধ থাকছে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন। বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার (৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর ফলে শুক্রবার থেকে রোববার টানা ৩ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকলে। চলমান বিধিনিষেধের কারণে গত সপ্তাহের রোববার ও বুধবারও ব্যাংক বন্ধ ছিলো।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আর শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এর মাধ্যমে শেয়ারবাজার আবারও সাড়ে ৪ ঘণ্টার পূর্ণাঙ্গ লেনদেন সময়ে ফিরে যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক লোকবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। ব্যাংকের যেসব শাখা খোলা রাখা প্রয়োজন, শুধু সেগুলো খোলা রাখলে চলবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST