শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীরঃ

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীরঃ

মোহাম্মদ মাহমুদুল হাসান, ঢাকাঃ শিশুদের নিয়ে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শিশুরা অনেক বেশি বই কাঁধে নিয়ে ঘোরে। এতে তাদের কষ্ট হয়। পরীক্ষা নিতে নিতে শেষ করে দেওয়া হচ্ছে বাচ্চাদের। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় এসব কথা বলেন তিনি। সভাশেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী মনে করেন, শিশুদের নিয়ে যেন বেশি বাড়াবাড়ি না হয়, এ জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নতুন নতুন চিন্তা-ভাবনা করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর মূল কথা হলো, তারা যেন খেলাধুলা করতে পারে। আনন্দে থাকতে পারে। বইয়ের ভার যেন বেশি হয়ে না যায়। এম এ মান্নান জানান, পিইসি পরীক্ষা থাকবে কিনা, তা পর্যবেক্ষণে রয়েছে। পিইসি পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞরাও বিভক্ত। একাংশ ভালো বলছেন তো অন্যরা বলছেন ভালো নয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest