বিশ্বব্যপি তামাক ব্যবহারকারীর সংখ্যা কমছেে

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

বিশ্বব্যপি তামাক ব্যবহারকারীর সংখ্যা কমছেে

এস রহমান: বিশ্বব্যপি তামাক ব্যবহারকারীর সংখ্যা কমছে। গত ১৮ বছরে বশ্বিে তামাক সবেীর পরমিান কমছেে প্রায় ৬ কোট। এর মধ্যে তামাকসবেী পুরুষরে সংখ্যা কমছে বশেি বলে বশ্বি স্বাস্থ্য সংস্থার (ডব্লউিএইচও) এক প্রতবিদেনে জানান হয়ছে। বশ্বিব্যাপী তামাক মহামারীর গুরুত্বর্পূণ পরর্বিতন বলে ইঙ্গতি দয়িছেে সংস্থাট।
বশ্বি স্বাস্থ্য সংস্থার প্রতবিদেনে জানানো হয়ছে, ২০০০ সাল থকেে ২০১৮ র্পযন্ত বশ্বিে বশ্বিে তামাক সবেীর পরমিান কমছেে প্রায় ৬ কোট। ২০০০ সালে বশ্বিে তামাক ব্যবহারকারীর সংখ্যা ছলি ১ দশমকি ৩৯৭ বলিয়িন । ২০১৮ সালে তা কমে ১ দশমকি ৩৩৭ বলিয়িনে দাঁড়য়িছে।
সম্প্রতি প্রকাশতি বশ্বি স্বাস্থ্য সংস্থার ওই প্রতবিদেনে কীভাবে সরকারি উদ্যোগ মানুষকে তামাক থকেে রক্ষা, জীবনহানি ঠকোনো এবং তামাক সর্ম্পকতি ক্ষয়ক্ষতি থকেে রক্ষা করতে পার; সটেওি দখোনো হয়ছে।
তামাক ব্যবহাররে প্রবণতা সর্ম্পকে বশ্বি স্বাস্থ্য সংস্থা ২০০০ থকেে ২০২৫ সালরে বশ্বৈকি প্রতবিদেনরে তৃতীয় সংস্করণ প্রকাশ করছে। এতে বলা হয়ছে, গত প্রায় দুই দশকে বশ্বিে তামাকরে ব্যবহার হ্রাস পয়েছে।
পাশাপাশি তামাকরে ব্যবহার নারীদরে মধ্যে উল্লখেযোগ্য পরমিাণে কমছে। ২০০০ সালে বশ্বিরে ৩৪৬ মলিয়িন নারী তামাকরে ব্যবহার করলওে ২০১৮ সালে তা কমে দাঁড়য়িছেে ২৪৪ মলিয়িন। র্অথাৎ এই সময়ে তামাকরে নারী ব্যবহারকারী কমছেে প্রায় ১০ কোট।
বশ্বি স্বাস্থ্যসংস্থার র্পূবাভাষ বলছ, ২০১৮ সালরে তুলনায় ২০২০ সালে বশ্বিরে নারী এবং পুরুষ তামাকসবেী কমবে প্রায় এক কোট। ২০২৫ সালরে মধ্যে বশ্বিে তামাকসবেী কমবে ২ কোটি ৭০ লাখ। ২০১০ সালরে পর থকেে বশ্বিরে ৬০ শতাংশ দশেে তামাকরে ব্যবহার কমছে।
এই র্অজন সত্ত্বওে বশ্বিরে বভিন্নি দশেরে সরকার ২০২৫ সালরে মধ্যে ৩০ শতাংশ তামাক ব্যবহার হ্রাসরে যে লক্ষ্যমাত্রা নর্ধিারণ করছেলি তা পছেনইে রয়ে গছে। বশ্বি স্বাস্থ্য সংস্থা বলছ, সাম্প্রতকি অগ্রগতরি এই ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালরে মধ্যে তামাকরে ব্যবহার কমবে ২৩ শতাংশ। এই মুর্হূতে বশ্বিরে মাত্র ৩২টি দশে ৩০ শতাংশ তামাকরে ব্যবহার কময়িে আনার লক্ষ্যমাত্রা পূরণে সঠকি পথে রয়ছে।
সূত্র- বশ্বি স্বাস্থ্যসংস্থা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest