তৃতীয় বার ব্রাক Best Performer সাইদুল ইসলাম।

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২১

তৃতীয় বার ব্রাক Best Performer সাইদুল ইসলাম।

Best Performance Award/2020
নিজস্ব প্রতিবেদক ঃ
বিশ্বের সর্ব বৃহৎ বেসরকারি প্রতিস্ঠান BRAC Microfinance Program প্রতিবছরই বাৎসরিক কাজের মূল‍্যায়ন করে Best Performance Award ঘোষণা করে থাকেন!! তারই ধারাবাহিকতায় এই চ‍্যালেন্জিং বছর কোভিড-১৯ মধ্যেও এই Best Performance Award ঘোষণা করেন!! এইবার সহ,এই তৃতীয় বার চট্টগ্রাম বিভাগের বটতলী শাখার ম্যানেজার সাইদুল ইসলাম Best Performance Award/2020 পেলেন। সাইদুল ইসলাম বলেন এই Award আমাকে মনোনীত করায় ধন্যবাদ জানাই আমার প্রিয় সহকর্মীদের, যারা আমার এই অর্জনে সহযোগি হিসেবে কাজ করেছেন, এবং স্পেশালী ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে,যারা আমাকে এই অর্জনে মনোনীত করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest