ঢাকা ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১
মোবারক হোসেন ফুলবাড়ীয়া, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের মাদক ব্যবসায়ী শাহজাহান সাজু (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে ইউনিয়নের টুক্কিরপাড় গ্রাম থেকে ১৯ কেজি ৭ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয় বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এস আই জ্যোতিষ চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহজাহান সাজুর বসত বাড়ীতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কার্যক্রম চলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে দুই গাঁজা ব্যবসায়ী দৌড়ে পালিয়ে গেলে সাজুকে আটক করা সম্ভব হয়। পরে তার দেওয়া তথ্যমতে বসত ঘরের পূর্ব পার্শ্বে কাচারি ঘরের সিলিংয়ের উপরে থাকা একটি পুরাতন প্লাষ্টিকের বস্তাভর্তি মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার ওজন ১৯ কেজি ৭ শ গ্রাম এবং বর্তমান যার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ১৫ হাজার ২ শ টাকার মতো। পরে সাজু দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিল বলে স্বীকার করেন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা জাকির হোসেন জানান, গাঁজা জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক মাদক সম্রাট শাহজাহান সাজুকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST