ঢাকা ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ ( জামালপুর) প্রতিনিধিঃ আজ বুধবার ১১আগস্ট জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন ডাংধরা ইউনিয়নের কদমতলী (পাষানপুর) থেকে ৬শত পিচ ইয়াবা সহ ১জন মাদক কারবারিকে আটক করেন পুলিশ।পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান এর নেতৃত্বে সকাল ৭টার সময় কদমতলী ( পাষানপুর) তল্লাশি চকি বসিয়ে মাইদুল ইসলাম (২৭), এর দেহ তল্লাশি করে ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মুল্য ১লক্ষ আশি হাজার টাকা। আটক কৃত মাইদুল রৌমারী উপজেলার লাঠিয়াল ডাঙ্গা গ্রামের মৃত ইব্রাহীম এর ছেলে।
অপর দিকে গত মঙ্গলবার রাত ১০টার সময় সানন্দবাড়ী মন্ডলপাড়া অভিযান চালিয়ে ১০লিটার চোলাইমদ বিক্রয়ের সময় শ্রী সুজন (২৩) কে হাতে নাতে আটক করা হয়। আটক কৃত শ্রী সুজন সানন্দবাড়ী মন্ডল পাড়া গ্রামের শ্রী বিশ্বনাথের ছেলে। একই দিন ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর খাঁ পাড়া গ্রামের গোলজার হোসেন এর ছেলে পরোয়ানা ভুক্ত আসামী বিপ্লব হোসেন ওরফে মাসুদ রানাকেও গ্রেফতার করে আনা হয়।
সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান বলেন- গোপন সংবাদের ভিত্তিতে আমি স্ব-শরীরে উপস্থিত থেকে এস আই আফতাব উদ্দিন, এস আই আঃ খালেক, এএসআই তরিকুল ইসলাম, এএসআই সোহেল রানা, এএসআই সেলিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চকি ও অভিযান চালিয়ে এসব মাদক কারবারিদের আটক করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ পরিদর্শক আরো জানান- চলতি বছর মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে ৩টি ঘটনায় ১কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯টি ঘটনায় ২১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি ঘটনায় ২০লিটার চোলাই মদ ও ১টি ঘটনায় ১২ বোতল ফেনসিডিল সহ আসামিগণকে আটক করে মামলা দায়ের করা হয়েছে। চলমান অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST