ঢাকা ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২১
মোবারক হোসেন, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলার ২নং পুটিজানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলার কেশরগঞ্জ বাজারের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং খ্যাতিমান হোমিও ডাক্তার আব্দুর রহিম বুধবার (১১ আগস্ট) সকালে রাজধানী ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)। মরহুমের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মরহুমের ১ম জানাযা নামাজ বুধবার (১১ আগস্ট) বাদ আছর কেশরগঞ্জ পলাশীহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং ২য় জানাযা নামাজ একই দিন মাগরিব নামাজের পর নিজ গ্রাম পুটিজানার পাঞ্জানা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ মরণঘাতী ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সাবেক ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন বাদশা, ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার, ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক চান মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন সাদাত, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম স্বপন, পুটিজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ময়েজ উদ্দিন তরফদার, সাবেক চেয়ারম্যান ছাইদুর রহমান রয়েল, পুটিজানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সাবেক ইউনিয়ন তাঁতী লীগ নেতা রাহাত মির্জা, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আউয়াল প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST