ঢাকা ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২১
আবু নাসের সিদ্দিক তুহিন: জামালপুরের আলোচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে । এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা প্রেস ক্লাব। উল্লেখ্য যে , ১৯৭১ সালের ১১ আগষ্ট পাক সেনাদের অস্ত্র বোঝাই জাহাজে অগ্নিসংযোগ ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হলো ।
গত ১১ আগস্ট সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন-জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এডভোকেট ইউসুফ আলী। জেলা পরিষদের প্রধান নির্বাহী-লেখক খন্দকার আব্দুল্লাহ আল মাহামুদ। জেলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও দৈনিক সংবাদের প্রবীন সাংবাদিক উৎপল কান্তি ধর, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজকের জামালপুরের সম্পাদক প্রকাশক এম.এ. জলিল, দৈনিক ইত্তেফাক-নিউ নেশনের সাংবাদিক মো. শাহ্ জামাল, ডিবিসি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী ও রুমন তালুকদার প্রমুখ ব্যক্তি বর্গ এসময় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামা স্মৃতিচারণে বলেন-১৯৭১ সালের ১১ আগষ্ট যমুনা নদীতে পাকসেনাদের অস্ত্র ও গুলি বোঝাই তিনটি জাহাজে অগ্নিসংযোগ করি। তার এই বীরত্বপূর্ণ অবদান বাংলাদেশের স্বাধীনতাকে তরান্বিত করেছে।অসংখ্য তরুণ মুক্তি যুদ্ধে অংশ নিয়েছে তার আহবানে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST