ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯
মোহাম্মদ মাহমুদুল হাসান,ঢাকাঃ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের সিনিয়র চিত্র সাংবাদিক শেখ মাহাবুব আলম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এ টিভির সিনিয়র চিত্র সাংবাদিক আব্দুল্লা আল ফারুক বিপ্লব। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নিউজ ২৪ এর সিনিয়র চিত্র সাংবাদিক আহসান। অর্থ সম্পাদক হয়েছেন বাংলাভিশনের শিনের আরিফুল ইসলাম মাসুম। শুক্রবার টিসিএর কার্যালয়ে নির্বাচনে নতুন নেতৃত্ব পায় সংগঠনটি। দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ২৯২ জনের মধ্যে ২১৩ জন ভোট দেন। এর আগে দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক হোসেন তানভীর। বার্ষিক সাধারণ সভায় সূচনা বক্তব্য দেন টিসিএ’র গত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লা আল ফারুক বিপ্লব। তিনি ২০১৭-১৯ মেয়াদে সংগঠনের সব কার্যক্রমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর গত দুই বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন তুলে ধরা হয়। এসময় এই মেয়াদের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক সালাহউদ্দিন লিয়া। সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব পাস হয়। সভা শেষে ২০১৯-২১ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বৈশাখী টেলিভিশনের আবুল কালাম ও সময় টেলিভিশনের শেখ মাহাবুব আলম।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST