ঢাকা ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১
মোবারক হোসেন, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ: “মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, যুব উন্নয়ন অফিসার নুর মোহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হীরা, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এস এম মোকাদ্দেছ (সুমন শাহ), উপজেলা যুবলীগের আহ্বায়ক আঃ কদ্দুছ, যুগ্ন আহ্বায়ক মুনজুরুল হক রাসেল, তাতীলীগের আহ্বায়ক চান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST