রাজশাহীতে ৫০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

রাজশাহীতে ৫০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

ওমর ফারুক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ মানিক মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার ছেলে। শনিবার দুপুর দুইটার দিকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোদাগাড়ী থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া সিডির মোড় এলাকায় অভিযান চালিয়ে মানিক মেয়েকে ৫০০ গ্রাম হেরোইনসহ আটক করে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বলেন, মাদক ব্যবসায়ী মানিক মিয়াকে ৫০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest