মমেকে আরও ২৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

মমেকে আরও ২৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।

শনিবার (১৪ আগস্ট) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৫ জন, নেত্রকোনার ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন করে রয়েছে।

এদিকে চিকিৎসাধীন আছেন ৩৯৯ জন। আইসিইউতে ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৪০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।ময়মনসিংহ জেলায় ৬০০ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ১৬ শতাংশ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest