ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক ঃ গাজীপুর এলাকায় গরু চুরি দিয়ে ডাকাতি পেশায় হাতেখড়ি। এর পর আশুলিয়া, ধামরাই, সাভার, গাজীপুর এলাকায় ডাকাতি করাই ছিল তার পেশা।
এই পেশায় আসার পর বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে চন্দ্রা এলাকায় নিজের ভিটে মাটি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে তাকে।
এরপরও থেমে নেই অপকর্ম। এ পর্যন্ত বিভিন্ন এলাকায় অন্তত ২০ টি ডাকাতি এবং চুরির কথা তার নিজের মুখেই স্বীকার করেছে। ধরা পড়েছে মাত্র কয়েকবার।
এখন নাম পরিচয় গোপন করে ভাসমান অবস্থায় কত অপরাধ করে বেড়াচ্ছে তার কোন হিসেব নেই।
এ বিষয় জানতে চাইলে এস আই সালেহ ইমরান বলেন,
আশুলিয়া এলাকায় একটি খুন সহ ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজ্ঞ আদালতে হাজির করে তাকে রিমান্ডের জন্য আবেদন করা হবে৷
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST