ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ রাজগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুরাল উদ্বোধন করা হয়েছে। রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির আয়োজনে শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে যশোরের রাজগঞ্জ বাজারের চাউল পট্টিস্থ বঙ্গবন্ধু মুরাল চত্বরে এই মুরাল তৈরির কাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স. ম আলাউদ্দিন, চালুয়াহাটী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আলহাজ্ব রহমতুল্যাহ বিশ্বাস, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল লতিফ, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আলহাজ্ব খোরশেদ আলম, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম.এম ইমরান খান পান্না, হরিহরনগর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন রানা, মেম্বর জি.এম মশিউর রহমান সহ পশ্চিম মণিরামপুরের সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ প্রমূখ। ১৯৫৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সফর সঙ্গী মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের নিছার মুন্সির বাই সাইকেলে চড়ে রাজগঞ্জ বাজারের নীম তলায় (যেখানে বঙ্গবন্ধু মুরাল তৈরি হচ্ছে) দলের নির্বাচনী প্রচার সভা করতে আসেন। উল্লেখ্য, সেই ১৯৫৪ সাল থেকে রাজগঞ্জবাসী, রাজগঞ্জকে পূর্ণাঙ্গ থানা ঘোষনার দাবী করে আসছে। রাজগঞ্জ থানা বাস্তবায়নের জন্য সকল কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া রয়েছে। রাজগঞ্জবাসী, রাজগঞ্জ এলাকার ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর, হরিহরনগর, খেদাপাড়া, রোহিতা ও শ্যামকুড় ইউনিয়নের কিছু অংশ নিয়ে রাজগঞ্জ থানা বাস্তবায়নের দাবী করে আসছে। একটি থানা ঘোষনার জন্য যা যা প্রয়োজন, সেসব উল্লেখিত ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST