ঢাকা ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১
মোবারক হোসেনঃ সারাদেশে ১০ লাখ গাছের চারা রোপনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে রোটারি ক্লাব আব উত্তরা। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আড়াই হাজার গাছের চারা বিতরণ করলো সংগঠনটি।
শনিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বাবুলের বাজারে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিনা চৌধুরী সুষমার সভাপতিত্বে, রোটারি ক্লাব অব উত্তরা, কিংস্টন এন চেলসি ইউ,কে এবং কে জ্জামান চক্ষু হাসপাতালের উদ্যোগে নীম, হরিতকী, জলপাই, লটকনসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়।
সকালে জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোদন করেন।
জানা যায়, রাঙ্গামাটিয়া ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের কমপক্ষে ৬ শত পরিবারের সদস্যদের হাতে এই গাছের চারা বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারি ক্লাব অফ উত্তরার সভাপতি ও বার্তা সংস্থা এপি’র বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম রিপন, সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি ফারুক খান পাঠান, ময়মনসিংহ বি,এন,এস,বি চুক্ষ হাসপাতালের পরিচালক শরিফুজ্জান, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST