ঢাকা ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
মোবারক হোসেনঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাবের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ ই আগস্টের সকল শহিদদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) উপজেলা সদরের গ্রীণ সিটি গ্রাউন্ডে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম।
ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি হাফিজুল ইসলাম স্বপনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, কার্যকরী পরিষদ সদস্য, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও দৈনিক যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম খান, সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠের উপজেলা প্রতিনিধি আল আমিন, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক চাঁন মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মুঞ্জুরুল হক রাসেল প্রমুখ।
পরে ১৫ আগস্টে শহিদদের আত্মার শান্তি কামনা করে মাওলানা ফারুক আহমেদ খানের পরিচালনায় বিশেষ দোয়া অনুিষ্ঠত হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST