ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯
এসএম স্বপন,(শার্শা)যশোর: প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় যশোরের শার্শা উপজেলাধীন আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য উপকরণ বিতারণ করা হয়েছে। এসময় আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মাঝে ৫০ টি ছাগল প্রদান করা হয়। রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ শিক্ষা উপকরণ বিতারণ ও ছাগল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, শার্শা থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফরিদ আহমেদ ও উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি তপন কুমার।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST