ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
ওমর ফারুক, রাজশাহী : রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজশাহী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা ও দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা হয়। ডিউটি পালনের পাশাপাশি ক্রীড়াচর্চা ও সুস্থ সংস্কৃতিচর্চার উপর গুরুত্ব দেওয়া হয়। অপরাধ সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার মাদক দমনে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করার জন্য থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান করেন। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিতকরতে থানার অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপার নির্দেশ প্রদান করেন। এছাড়া আগামী ২০২০ সালের ৫-১০ জানুয়ারি সারাদেশে “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুলিশ সপ্তাহ পালিত হবে। তাই সকলকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। অপরাধ সভায় দুইজন পুলিশ কর্মকর্তাকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST