ফুলবাড়ীয়া – ময়মনসিংহ সড়কে কালভার্ট ভেঙ্গে যান চলাচলে বিঘ্ন

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১

ফুলবাড়ীয়া – ময়মনসিংহ সড়কে কালভার্ট ভেঙ্গে যান চলাচলে বিঘ্ন

মোবারক হোসেনঃ সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্মিত ময়মনসিংহের ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ আন্তঃমহাসড়ক এর স্থানীয় চানু ডাক্তারের বাড়ির সামনে কার্লভাট ভেঙ্গে রাস্তায় ভাঙন সৃষ্টি যাওয়ায় আন্তঃজেলা সংযোগ বিঘ্ন হওয়ার উপক্রম হয়ে পড়েছে।
এতে স্থানীয়রা দুর্ঘটনা প্রতিরোধে রাস্তায় কালভার্টের ভাঙ্গনিতে গাছ লাগিয়ে তার উপর লাল কাপড় বেঁধে রেখেছে। রাস্তাটিতে কোন কারনে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে যাত্রীগণকে পার্শ্ববতী ত্রিশাল উপজেলার বৈলর হয়ে অথবা মুক্তাগাছা উপজেলা সদর হয়ে ফুলবাড়ীয়ায় সাথে যাতায়াত রক্ষা করতে হবে। ফুলবাড়ীয়া উপজেলাবাসীর জন্য ময়মনসিংহ ও রাজধানী ঢাকা শহরে যাতায়ত করার একমাত্র রাস্তা এটি। এর সাথে টাঙ্গাইল জেলার সংযোগ সড়কও যুক্ত রয়েছে।

জানাযায়, প্রতিনিয়ত উপজেলায় চাষাবাদকৃত শাক – সবজি, মৌসুমী ফল আনারস সহ বিভিন্ন ফলমূল নিয়ে ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করে কয়েক শত পন্যবাহী যানবহন। উপজেলা সদর থেকে প্রতিদিন ঢাকাগামী শতাধিক আলম এশিয়া ও কয়েক শতাধিক ব্যাটারি ও সিএনজি চালিত অটো, মাহিন্দ্রা সহ বিভিন্ন যান চলাচল করে থাকে। কালভার্ট ভেঙ্গে যাওয়ায় ভাঙ্গা অংশে যানবাহনের ধীরগতির কারণে চলা-চলে যানজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা বলেন, স্বল্প সময়ের মধ্যে রাস্তাটির ভাঙ্গা অংশে কালভার্ট মেরামত করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হোক, না হয় যেকোন মুহুর্তে যানবাহন চলাচলাবন্ধ হয়ে যেতে পাড়ে। ফুলবাড়ীয়া উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ বলেন, দূর্ঘটনা প্রতিরোধে অতিদ্রুত কালভার্টের ভাঙ্গনিতে সংস্কার প্রয়োজন, অন্যথায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বলেন, উক্ত রাস্তার দায়িত্বপ্রাপ্ত সহকারী ইঞ্জিনিয়ারকে রাস্তা পরিদর্শন পূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest