নিজ বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

নিজ বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

‘কাঞ্চনা থ্রি’ সিনেমার অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির মরদেহ ভারতের উত্তর গোয়ার একটি গ্রামে নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি একজন রাশিয়ান মডেল।

ইন্ডিয়া গ্লিটজ এর রিপোর্ট অনুযায়ী, উত্তর গোয়ার একটি গ্রামে থাকেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। প্রেমিক তাঁকে ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ভুগেছিলেন তিনি। আগামীতে পুলিশ এবিষয় তদন্ত করতে পারে। ২০১৯ সালে যৌন হেনস্থার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন আলেকজান্দ্রা। অভিযোগের ভিত্ততে গ্রেফতার হয়েছিলেন সেই ফটোগ্রাফার। জানা গেছে, সেই ফটোগ্রাফারকে এ বিষয় জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এদিকে, ‘কাঞ্চনা থ্রি’তে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন আলেকজান্দ্রা জ্যাভি। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। পরিচালক ছিলেন রাঘব লরেন্স। যিনি হরর-থ্রিলারেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest