ঢাকা ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
মোবারক হোসেনঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় টিআর প্রকল্পের আওতায় দুঃস্থ, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে চলমান বিশেষ উপহার হিসেবে ঢেউটিন বিতরণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ কে এম খালিদ এমপি।
সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার বিতরণ করেন তিনি। এসময় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা সহ জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST