ঢাকা ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
কৃষক সেজে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি খোকন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার বিকালে তাকে গ্রেফতার করে মোহনগঞ্জ থানা পুলিশ। খোকন উপজেলার বড়তলী-বানিহারী ইউপির দলবল গ্রামের আবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সিলেটের জালালাবাদ এলাকায় স্ত্রী সন্তানসহ বসবাস করতো খোকন। নির্যাতন করার কারণে সেখানে তার নামে মামলা করেন স্ত্রী। এ মামলার ওয়ারেন্ট থাকায় দীর্ঘ দিন ধরে পালিয়ে ছিলেন তিনি।
মোহনগঞ্জ থানার এসআই সোহেল রানা জানান, খোকনকে ধরতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। প্রতিবারই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। তাই এবার লুঙ্গি পরে কৃষক সেজে তার বাড়ির পাশে অবস্থান নেই। এক পর্যায়ে তাকে ধরা সম্ভব হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST