ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
মোঃ শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃজুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। তিনি বলেন, এ বছর বরিশাল থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ হাজার ১৩ হাজার ৯৮৫ জন। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৪৬ জন। পাস করেছে এক লাখ ১০ হাজার ৬১৯ জন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ৫২১ জন আর ছাত্রী ৬০ হাজার ৯৮ জন। বরিশাল বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে বরগুনা জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে পাস ও জিপিএ’র হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST