আগামীকাল গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ‘গুম হওয়া সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবিতে’ আলোচনা সভা

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১

আগামীকাল গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ‘গুম হওয়া সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবিতে’  আলোচনা সভা

মায়ের ডাক এর উদ্যোগে আগামীকাল ৩০ আগস্ট ২০২১ইং রোজ সোমবার সকাল ১০.০০টায় জাতীয় প্রেসক্লাবের নীচতলার হলরুমে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ‘গুম হওয়া সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবিতে’ এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী । আলোচক হিসেবে থাকবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট মানবাধিকার সংগঠক নূর খান লিটন, রেহনুমা আহমেদ, অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলেন, বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম লালা, ঢাবি’র শিক্ষক আসিফ নজরুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা, ঢাবি’র সাবেক ভিপি নুরুল হক নুরু এবং ঢাকা ও ঢাকার বাইরের গুম হওয়া অর্ধশতাধিক পরিবারের মা-বাবা-সহ সদস্যবৃন্দ।

সভাপতিত্ব করবেন মায়ের ডাকের সমন্বয়কারী মারুফা ইসলাম ফেরদৌসী। সঞ্চালনা করবেন জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।


মুজিব বর্ষ

Pin It on Pinterest