ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১
আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আয়মা জামালপুর ফুটবল ক্লাবের আয়োজনে রোববার বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্টিত উক্ত ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম বেনুর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন। উক্ত খেলায় দোগাছী ফুটবল একাদশ ১-০ গোলে পাহাড়পুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে একটি গরু ও পরাজিত দলকে একটি খাসি পুরুস্কার দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার দোগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক মিন্নুর, আয়মারসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম মোত্তালেব দুলাল, সাধারণ সম্পাদক আতাউল গণি ওসমানী, জয়পুরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদিক ইবনে জাহিদ মুনসহ অন্যান্যরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST