পাঁচবিবিতে শপিং ব্যাগে কষ্টিপাথরের মূর্তি পাচারকালীন এক চোরাকারবারী গ্রফতার

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

পাঁচবিবিতে শপিং ব্যাগে কষ্টিপাথরের মূর্তি পাচারকালীন এক চোরাকারবারী গ্রফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন শিমুলতলী নামক সীমান্ত এলাকা থেকে শপিং ব্যাগের ভেতর একটি কষ্টিপাথরের মূর্তি চোরায় পথে প্রতিবেশী দেশ ভারতে পাচারকালে মুর্তিটিসহ এক চোরাকারবারীকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিন সদস্যরা।

এ ব্যাপারে জয়পুরহাট-২০, বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার জিল্লুর রহমান জানান, শিমুলতলী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে শপিং ব্যাগের ভেতর কষ্টিপাথরের তিনটি ভাঙা মুর্তি চোরাকারবারীরা ভারতে পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অত্র এলাকায় এক আকর্ষিক অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার উচাই পাথরঘাটা এলাকার মৃত হুজুর আলী ফকিরের ছেলে খানো ফকির (৫৫) নামের এক চোরাকারবারীকে শপিং ব্যাগের ভেতর কষ্টিপাথরের তিনটি ভাঙা মুর্তিহাতেনাতে গ্রেফতার করে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest