ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১
আবু রায়হান, জয়পুরহাটঃ ১৩৯ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে র্যাবের মাদক বিরোধী চৌকস আভিযানিক দল দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন খাট্টাউছনা টু মোল্লাবাজার গামী বনচুড়া নামক স্থানে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৩৯ বোতল ফেন্সিডিলসহ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাগিছাপাড়া এলাকার সোহরাব হোসেন বাবুর ছেলে মাদক কারবারি জহুরুল ইসলাম (৩২) ও জয়পুরহাট জেলার সদর থানাধীন বড় তাজপুর হাইসাপাড়া এলাকার জনৈক পারভেজ হাজীর ইট ভাটার পার্শ্বে অভিযান পরিচালনা করে পাঁচবিবি উপজেলাধীন গনেশপুর গ্রামের হানিফ মন্ডলের স্ত্রী মাদক কারবারি মোছাঃ ফুল চান খাতুন (৩২) কে হাতেনাতে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উক্ত গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় দিনাজপুর ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে জয়পুরহাট র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর ও জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST