জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম নিক্সন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম নিক্সন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক ::
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম শামসুল আলম নিক্সন নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত সভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক অ্যাভোকেট সানোয়ার হোসেন তালুকদার সহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

গত ২৮ ডিসেম্বর শনিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত দলের জাতীয় কাউন্সিলে জেএসডির কাউন্সিলররা নেতা নির্বাচন করেন। সকাল ১০টায় শুরু হয়ে কাউন্সিল শেষ হয় সন্ধ্যায়। রাতে ঘোষণা করা হয় আংশিক কমিটি।

কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন- কার্যকারী সভাপতি সা ক ম আনিসুর রহমান খান কামাল ও মো সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকারী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক এসএম শামসুল আলম নিক্সন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest