নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল টাইগাররা।

ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশ বাংলাদেশ জিতে গেছে ৭ উইকেটে। বল হাতে ছিল ৩০টি। ছোট পুঁজি নিয়ে বাংলাদেশকে বেশ চাপে ফেলেছিল কি্উই বোলাররা। তা না হলে কী আর ৬০ রান তাড়ায় ১৫ ওভার খেলতে হয় মাহমুদউল্লাহদের। এর আগে ৬১ রান তাড়ায় ৩৭ রানে তিন উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ। বাকি কাজটা সারেন মুশফিক ও মাহমুদউল্লাহ। মুশফিক ১৬ রান আর মাহমুদউল্লাহ ১৪ রানে অপরাজিত ছিলেন।

শুরুতেই ফেরেন নাঈম
কোল ম্যাককনকির ঝুলিয়ে দেওয়া বলে আগবাড়িয়ে খেলতে গিয়ে কাভারে হেনরি নিকোলসের হাতে ধরা পড়লেন নাঈম। দ্বিতীয় ওভারেই প্রথম ব্রেক থ্রু-র দেখা পেয়ে গেল নিউজিল্যান্ড। অভিষেকে প্রথম বলেই উইকেট ম্যাককনকির। ব্যাটিংয়ে শূন্যতে ফিরেছিলেন, বোলিংয়ে প্রথম বলে উইকেট- অভিষেকটা ম্যাককনকির হল মনে রাখার মতোই!

ফিরলেন লিটনও
এজাজ প্যাটেলের ঝুলিয়ে দেওয়া বলে বেশ খানিকটা আগবাড়িয়ে ড্রাইভ করতে গিয়ে মিস করেছিলেন লিটন দাস। তবে চলে গিয়েছিলেন ক্রিজের বাইরে। স্টাম্প ভাঙতে ভুল হয়নি টম ল্যাথামের। স্টাম্পড হওয়ার আগে লিটন করেছেন ১ রান, ৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

সাকিবকে আউট করলেন রবীন্দ্র
রবীন্দ্র ফেরালেন সাকিবকে। টম লাথামকে ক্যাচ দিয়ে সাকিব ফিরেছেন ৩৩ বলে ২৫ করে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest