সবাইকে নতুন বছরের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন- সাংবাদিক উত্তম চক্রবর্তী

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

যশোর অফিস৷৷ সুখের স্মৃতি রেখ মনে, দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপন জনে , মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে, হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে।
ভাল অথবা খারাপ সময়, সুখের অথবা দুঃখের সময়, ঘুমের অথবা জাগার সময়, অর্ধেক অথবা পুরো সময়, ভাল থাক সব সময়।
এই কামনায় জানাই তোমায় হ্যাপি নিউ ইয়ার
মণিরামপুর উপজেলার নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি উত্তম চক্রবর্তী।

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
💐💐শুভ নববর্ষ ২০২০💐💐


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest