কুড়িগ্রামের রাজারহাটে শহীদ রাউফূন বসুনিয়ার নামে কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন”

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

কুড়িগ্রামের রাজারহাটে শহীদ রাউফূন বসুনিয়ার নামে কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন”

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: কুড়িগ্রামে রাজারহাটে মানবতাবিরোধী,কুখ্যাত রাজাকার “মীর ইসমাঈল হোসেন” এর নামে মীর ইসমাঈল সরকারি কলেজের নাম কর্তন করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক,রাজারহাটের ভূমিপুত্র,গণতান্ত্রিক আন্দোলনের অগ্নিনায়ক শহীদ রাউফুন বসুনিয়ার নামে কলেজটি করার দাবিতে ৮০ দশক ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে আজ ছিনাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন- শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি এস এম ছানালাল বকসী ও সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম।

এছাড়াও ছিনাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদেকুল হক নুরু, সাধারণ সম্পাদক রজব আলী,যুন্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,ছোবান আলী ব্যাপারী, সাংস্কৃতিক সম্পাদক সুজিৎ রায়’সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ ও এলাকাবাসী।

মানববন্ধনে- বক্তৃতারা বলেন শহীদ রাউফুন বসুনিয়ার আত্মত্যাগ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কদরের দায় এড়াতে পারে না। তারা -মমতাময়ী নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার কাছে শহীদ রাউফুন বসুনিয়া নামে কলেজ করার জন্য আবেদন করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest