ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১
আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন কড়িয়া সীমান্ত এলাকায় লকমা গ্রামে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শক্রতার জের ধরে হামলা চালিয়ে সাংবাদিকের বোন-ভগ্নিপতি ও পরিবারের অন্য সদস্যদের মারপিট করে গুরত্বর আহত করেছে প্রতিপক্ষরা।
আহতরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আহতের ছেলে ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোটার সাংবাদিক আবদুল আলীমের ভাগিনা শহিদ হোসেন বাদী হয়ে হামলাকারীদের ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করছেন।
থানায় মামলা দায়েরকৃত মামলা ও হাসাপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া লকমা গ্রামের আনোয়ার হোসেন ও তার ছেলে আদালতের রায় পেয়ে গত ৮ সেপ্টেম্বর বুধবার সকালে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেন।
সিমানা প্রাচিরটি নির্মাণের খবর পেয়ে প্রতিপক্ষ পাঁচবিবি উপজেলার রাধাবাড়ির গোলজারের ছেলে আতিকুল (২৮), রতনপুরের সেকেন্দারের ছেলে শাকিব (৩৫), পশ্চিম কড়িয়ার শরিফ উদ্দিনের ছেলে করিম (৫০) ও মীরশহিদ (৪৫), করিমের স্ত্রী বিলকিছ (৪৫), আতিকুলের স্ত্রী সুমাইয়া (২৫) ও পাঁচবিবি মাতাইশ মঞ্জিল মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান মিন্নুর (৩৫) সহ আরো অনেকেই এসে প্রাচীরটি ভাঁঙ্গতে শুরু করে।
এসময় প্রাচীরটি ভাঁঙ্গতে বাঁধা দিলে তারা লাঠি, ছোরা, দা, হাসুয়া, লোহার রড ও বাটাম দিয়ে বাদীর পরিবারকে আক্রমন করে এলোপাতারি মারপিট করে। এতে বাদীর, তার বাবা ও মায়ের শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। বাদীর মা লিলিফা বেগমের মাথায় ও বাবা আনোয়ার হোসেনের হাতে হাসুয়া দিয়ে কোপ দিলে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল সুত্রে জানা গেছে, আহত লিলিফা বেগমের অবস্থা এখানো আশংকাজনক। তার মাথায় বেশ কটি সেলাই পড়েছে কিন্তু মাথা দিয়ে এখনো রক্ত ঝড়ছে ।
এ ব্যাপারে জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, ঘটনাটি ন্যাক্কারজনক। আসামীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম সারওয়ার এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, চিন্হত ৭ জন ও অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে থানায় একটা মামলা হয়েছে। মামলা দায়েরর পর ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST