ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০
কামরুজ্জামান বাঁধন,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন ও বই উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলার সরকারী সুবিদখালী র.ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী। উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব,উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা ইসমাইল হোসেন মৃধা,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.রবিউল ইসলাম,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম ও প্রধান শিক্ষক মো.জলিলুর রহমান প্রমূখ। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়,এ বছর উপজেলার প্রাথমিক,মাধ্যমিক,ইবতেদায়ী ও দাখিল পর্যায়ে ২৯হাজার ৯শত ৮০জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST