ছোট ফরম্যাটে যেকোনো দলের কাপ নেয়ার সুযোগ থাকে: সাকিব

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১

ছোট ফরম্যাটে যেকোনো দলের কাপ নেয়ার সুযোগ থাকে: সাকিব

নিউজিল্যান্ড সিরিজ শেষ হতেই সাকিবের ব্যস্ততা বেড়েছে। কয়েকদিনের মধ্যেই উড়ে যাবেন আরব আমিরাতে। লক্ষ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয়া তারপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জানিয়ে দিলেন ছোট ফরম্যাটের বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব।

ঢাকায় ব্যস্ত সময় পার করছেন বিশ্বসেরা অলরাউন্ডার।পুঁজিবাজারে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন সাকিব।

শনিবার (১১ সেপ্টম্বর) রাজধানীর একটি হোটেলে নতুন দায়িত্ব নেয়ার পর কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।’আমরা শেষ পর্যন্ত থাকতে চাই। তবে তার আগে ধাপে ধাপে এগুতে হবে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো। যদি বাছাই পর্বে ভালো করতে পারি তাহলে মূলপর্বে ভালো করার চেষ্টা করব।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest