ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০
আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি ॥ ইংরেজি নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ভোলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। বুধবার (০১ জানুয়ারি) সকাল থেকে ভোলার বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ বছরের নতুন বই। আর নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা। প্রতিটি স্কুলেই বিরাজ করেছে এ উৎসবের আমেজ। এ বছর জেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রসা ও কারিগরি প্রতিষ্ঠানের ৬লাখ ৬৩ হাজার ৭৬১জন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। জেলায় মোট বই বিতরন করা হয়েছে ৩৪লাখ ৩৫ হাজার ৫৪০পিস। বুধবার (২ জানুয়ারী) সকালে ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎস এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। পরে নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে বই বিতরন এর আনুষ্ঠানিত উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন । এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ সহ আরো অনেকে। জেলা শিক্ষা অফিস সুত্র জানিয়েছে, এ বছর জেলার ইবতেদায়ী, মাদ্রসা, ভোকেশনাল, কারিগরি ও মাধ্যমিকের ৫১২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিকের ১০৪৬টি প্রতিষ্ঠানে বই দেয়া হয়েছে। যাদের মধ্যে মাধ্যমিকের ১ লাখ ৩৯ হাজার ৫৯ শিক্ষার্থীদের মধ্যে ২০লাখ ৮হাজার ৮৬পিস, ইবতেদায়ির ১ লাখ ৩ হাজার ৯৯৪ শিক্ষার্থীদের মাঝে ৭ লাখ ৩৫ হাজার ৯২৬পিস বই, ভোকেশনালের ৩ হাজার ৪৫০ জন শিক্ষার্থী মাঝে ৪৫ হাজার ১০০ পিস বই, কারিগরির ৩ হাজার ৪৫০ শিক্ষার্থীর হাতে ১৭ হাজার ১২০ পিস বই এবং প্রাথমিক ৩ লাখ ৩১ হাজার ৬৩৩ জন শিক্ষার্থীদের মাঝে ১৪ লাখ ২৫ হাজার ৮৭৪পিস বই বিতরন করা হয়। ভোলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার জানান, প্রাথমিকের সকল প্রতিষ্ঠানে বই বিতরন করা হয়েছে। সকল শিক্ষার্থীদের হাতে বছরের প্রথমদিন বই তুলে দেয়া হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকিরুল হক জানায়, নিয়মানুযায়ী সব উপজেলায় সময়মতো চাহিদা অনুযায়ী নতুন বই এসে পৌঁছেছে। বছরের প্রথম দিনে বই উৎসবের মধ্য দিয়ে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST