ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০
আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে বর্তমান সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। যার ফলে শিক্ষা থেকে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সকল অসম্ভবকে সম্ভব করেছেন। বুধবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে প্রায় সাড়ে ৮ লক্ষ নতুন বই বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরৗ শাওন এসব কথা বলেন। পরে লালমোহন উপজেলার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোন করেন তিনি। এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST