ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাম মাহমুদ শাওন: সারা দেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বুধবার সকালে বই উৎসব পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজীর সভাপতিত্বে স্থানীয় বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সম্পাদক ও পৌরমেয়র রফিকুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,মাহফুজা ইয়াসমিন,শিক্ষা অফিসার আমিনুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস প্রমুখ। এ বছর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক স্থরে প্রায় সাড়ে ৫লাখ বই বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানায়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগন অংশগ্রহণ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST