ফুলবাড়ীয়ার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২১

ফুলবাড়ীয়ার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোবারক হোসেনঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সারে ১১টায় অধ্যক্ষ মোহাম্মদ সাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোসলেম উদ্দিন (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রাক্তন গভর্নিং বডির সভাপতি, আজীবন দাতা সদস্য, জেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব মোঃ ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসাইন, পুলিশং কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর অর রশিদ, কুশমাইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest