ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ১ জানুয়ারি।। বিভিন্ন বনার্ঢ্য আয়োজনের মধ্যদিয়ে কলাপাড়া প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে প্রেসক্লাব থেকে এক বনার্ঢ্য র্যালী বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবিরে’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু সঞ্চলনায় প্রেসক্লাব প্রতিষ্ঠার বিভিন্ন স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার, প্রতিষ্ঠাকালীন সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সহ-সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,সহ-সাধারণ সম্পাদক জীবন কুমার মন্ডল, কার্যকারী পরিষদের সদস্য মো.এনামুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা হয়। প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সদস্য, তাদের পরিবারের সদস্য অতিথিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়। এর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST