নলছিটিতে মরহুমা ফিরোজা আমু’র ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

নলছিটিতে মরহুমা ফিরোজা আমু’র ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

মিলন কান্তি দাস
নলছিটি,ঝালকাঠি

নলছিটিতে আওয়ামী লীগ সহ বিভিন্ন ইউনিয়ন ও সংগঠনের উদ্যোগে মরহুমা ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

১ নভেম্বর সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ( আ’লীগের অস্থায়ী কার্যলয়ে) বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,
শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী ও আলহাজ্ব আমির হোসেন আমু এমপি’র সহধর্মিনী মরহুমা ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের সহ সভাপতি খোন্দকার মুজিবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর,পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল,
পৌর আ’লীগের সভাপতি ডাক্তার এস্কেন্দার আলী খান, সাধারণ সম্পাদক জার্নধন দাস প্রমুখ, অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা মামুন তালুকদার।

বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক রহমান সরদারের উদ্যোগে ফিরোজা আমুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় নলছিটি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর খোন্দকার, সাংগঠনিক সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বাচ্চু,শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নে মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
উল্লেখ্য মরহুমা ফিরোজা আমু ২০০৭ সালে ১ নভেম্বর মৃত্যু বরণ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest