স্কুল ব্যাগের ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার,আটক-১

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

স্কুল ব্যাগের ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার,আটক-১

আল-কারিয়া চৌধুরী জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ৮০ বোতল ফেনসিডিলসহ নূরনবী (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে আটক করে। আটককৃত নূরনবী জয়পুরহাট সদর উপজেলার হারাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে তিনি একটি স্কুলব্যাগের ভেতর ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। কৌশলগত কারণে তিনি জয়পুরহাট সদর থেকে ঢাকাগামী বাসে উঠে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার থেকে ঢাকাগামী এক বাসে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি) আবু ওবায়েদ বলেন, মাদক ব্যবসায়ীদের ধরতে সবখানে জাল বিছানো রয়েছে। আস্তে আস্তে শীর্ষ মাদক কারবারিরা ধরা পড়ছে। গ্রেপ্তার নূরনবী ওরফে জুয়েলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি। জুয়েলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest