তোমাদের জন্য ছেড়ে দেবো একদিন আমার এ আসন, বললেন ইউএনও শেফা l

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১

তোমাদের জন্য ছেড়ে দেবো একদিন আমার এ আসন, বললেন ইউএনও শেফা l

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ তোমাদের জন্য ছেড়ে দেবো একদিন আমার এ আসন, সানন্দবাড়ী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার সময় এ কথা বলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। তিনি বলেন তোমরা ভালভাবে পরিক্ষা দিয়ে ভালভাবে লেখা পড়া করে বিসিএস দেবে এবং ভাল ফল অর্জন করে আমার মত কেউ ইউএনও হবে, তখন হয়তো তোমাদের জন্য অপেক্ষা করবে এ চেয়ার। কেউ আমার চেয়েও ভালো অবস্থানে যাবে, এই দোয়া করি। শনিবার ১৩ নভেম্বর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ২০২১ এর বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র কলেজের প্রভাষক ফতেহুল বারী আখন্দ ও ইংরেজি প্রভাষক মজিবুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামাণিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সানন্দ বলা কলেজের গভর্নিং বডির সভাপতি কামরুন্নাহার শেফা, বিশেষ অতিথি লুৎফর রহমান, সাবেক উপাধ্যক্ষ সানন্দবাড়ী কলেজ, মেহের উল্লাহ মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ানগঞ্জ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি আলহাজ্ব আজিজুর রহমান, সহকারী অধ্যক্ষ আনোয়ার হোসেন আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু শামা আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন্দ, শেখ আঃ কাদের, মুক্তি যোদ্ধা কমান্ডার শামসুল হক, শেখ নাজিম উদ্দীন প্রধান শিক্ষক সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়, বিদায়ী ছাত্র মোঃ ওমর ফারুক আকন্দ সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সানন্দবাড়ী কলেজের উন্নয়ন, এলাকার ছাত্র ছাত্রীদের জন্য দোয়া ও সার্বিক উন্নতি কামনা করেন। ২০২১ সালে এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ২৭৪ জন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest