দেওয়ানগঞ্জে অবৈধ ড্রেজার ধ্বংসের অভিযানে ইউএনও

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১

দেওয়ানগঞ্জে অবৈধ ড্রেজার ধ্বংসের অভিযানে ইউএনও

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ বৃহস্পতিবার ১৮ নভেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া এবং চর আমখাওয়া ইউনিয়নের মকিরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা। জানা যায়, বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ধারায় অভিযান পরিচালনা করে ৪টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এক হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়েছে। একই সাথে এই অপরাধে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে ।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা মুঠোফোনে জানান- দেওয়ানগঞ্জ উপজেলার প্রধান সমস্যা বন্যা ও নদী ভাঙ্গনের মূলে অবৈধ বালু উত্তোলন বিরাট অংশে দায়ী। প্রতিদিন অনেক অসহায় মানুষ এর প্রতিকার চেয়ে আমার কাছে অভিযোগ করছে, তাই জনস্বার্থে এ অভিযান করছি এবং অভিযান অব্যাহত থাকবে। এই ইস্যুতে কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানিয়েছেন। চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে চরম ঝুঁকিতে রয়েছে সানন্দবাড়ী বাজার রক্ষা বাঁধ সহ সরকারি স্থাপনা। চলমান অভিযানকে তোয়াক্কা না করে সানন্দবাড়ী বাজার রক্ষা বাঁধের পূর্ব উত্তর পাশে আসন গেড়ে বালু উত্তোলনে ব্যস্ত ২টি ড্রেজার। তাদের শিকড় কি খুবই শক্ত? প্রশ্ন জনসাধারণের।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest