ফুলবাড়ীয়ার পুটিজানা লাঙল ভাঙা বাজারের যাত্রা শুরুঃ সভাপতি কাজী নওশের, সম্পাদক বিল্লাল l

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানায় “পুটিজানা লাঙল ভাঙা” বাজারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) থেকে চলবে বাজারের কার্যক্রম। প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বাজারের কাজ চলার কথা রয়েছে। এ লক্ষ্যে এক পরিচালনা কমিটিও প্রকাশ করেছে বাজার কর্তৃপক্ষ।

বুধবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত পরিচালনা কমিটিতে কাজী নওশের আলীকে সভাপতি ও মোঃ বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়াও শহিদুল ইসলামকে সহ সভাপতি, তানভীর আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রী অনূকূল ধরকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, পুটিজানা লাঙল ভাঙা নামক স্থানে গত কয়েক বছর ধরেই ছোট ছোট দোকান থেকে তার পরিধি বৃদ্ধি পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বর্তমান অবস্থায় পৌছাতে সক্ষম হয়েছে। তাই স্থানীয়দের প্রয়োজনকে প্রধান্য দিয়ে বাজারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest