দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউপি কমপ্লেক্সে মহিলা সমাবেশ।

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউপি কমপ্লেক্সে মহিলা সমাবেশ।

বিশেষ প্রতিনিধি : পটুয়াখালী জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)’র সুচকভিত্তিক প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠান ১৮-১১-২১ তারিখ বৃহস্পতিবার দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: মশিউর রহমান(ঝন্টু) চেয়ারম্যান, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: জাকির হোসেন, প্রধান শিক্ষক ঠাকুরের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সেলিম মাহমুদ, সহকারী তথ্য অফিসার, পটুয়াখালী। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ওউন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমুহ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মহিলা সমাবেশে তুলে ধরেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest